১৭ মার্চ সবার জন্য উন্মুক্ত থাকবে বঙ্গবন্ধু সাফারি পার্ক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১০ মার্চ ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ (মঙ্গলবার) গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সবার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ওইদিন সকল দর্শনার্থী বিনামূল্যে পার্কে প্রবেশ করতে পারবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির এক পত্রের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে জানান পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান।

তবিবুর রহমান জানান, জাতির পিতার জন্মশতবার্ষিকী সারাদেশে একযোগে উদযাপিত হবে। এরই অংশ হিসেবে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বন্ধের দিনও খোলা থাকবে। বিশেষ এই দিনটিতে দর্শনার্থীরা বিনামূল্যে পার্কে প্রবেশের সুযোগ পাবেন। তবে বিভিন্ন ইভেন্ট পূর্বের মত টিকেট সংগ্রহ করে দেখতে হবে। এছাড়াও জাতির পিতার জন্মশতবার্ষিকীতে পার্কটিতে আলোকসজ্জা ও একশ প্রজাতির গাছ রোপণের প্রস্তুতি নিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

শিহাব খান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।