শিবচরের অবরুদ্ধ এলাকায় খাবার পৌঁছে দিয়েছে প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১১:৩৯ পিএম, ২৩ মার্চ ২০২০

মাদারীপুরের শিবচরে উপজেলার বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবার ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে সোমবার দুপুরে জরুরি খাদ্য সামগ্রী ও ওষুধ পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন।

সম্প্রতি করোনাভাইরাসের ঝুঁকিতে শিবচরের ৪টি এলাকা চতুর্থ দিনের মতো অবরুদ্ধ রয়েছে। অবরুদ্ধ এলাকাগুলো হলো, শিবচর পৌরসভার ২টি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের ২টি গ্রাম ও দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ২টি গ্রাম। এসব গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবার ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে প্রত্যেক পরিবারকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, সাবান ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছে প্রশাসন।

jagonews24

প্রথম পর্যায়ে ১৫ মে.টন চাল বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা বাড়ির দেয়ালে স্টিকার ও লাল পতাকা টানিয়ে দেয়া হয়।

এসময় শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ শামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ লতিফ মুন্সী, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শশাংক চন্দ্র ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শিবচর প্রেসক্লাবের সভাপতি একেএম নাসিরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

jagonews24

প্রসঙ্গত, গত ১৯ মার্চ বৃহস্পতিবার মাদারীপুর জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের সমন্বয় শিবচর পৌরসভার ২টি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের ২টি গ্রাম ও দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ২টি গ্রামে কোয়ারেন্টাইন ঘোষণা করে এলাকার মানুষদের চলাচল সীমিত করা হয়। এসব এলাকায় ১৬টি পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে যেন কেউ এসব এলাকায় ঢুকতে না পারে। কিছু প্রয়োজন হলে পুলিশের সহযোগিতায় তা সংগ্রহ করছে।

jagonews24

এছাড়া কালকিনি উপজেলা থেকে বরিশালগামী কোনো পরিবহন চলাচল করতে দেয়া হচ্ছে না। এতে দক্ষিণাঞ্চলের অন্য জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সোমবার পর্যন্ত মাদারীপুরে হোম কোয়ারেন্টাইনে ২৯৮ জন, আইসোলেশনে ৩ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৩ জন।

এ কে এম নাসিরুল হক/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।