গাজীপুরের মেয়র পরিচয়ে চাঁদা দাবি, দুই প্রতারক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:২০ পিএম, ১১ এপ্রিল ২০২০

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পরিচয় দিয়ে বিভিন্নস্থানে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করেছে গাছা থানার পুলিশ। শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকা থেকে আটক করা হয়।

আটকদের একজন ঠাকুরগাঁও সদরের জাহানপাড়া গ্রামের মো. আব্বাস আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬)। অন্যজন মুন্সিগঞ্জের লৌহজং থানার নরহিনপুর গ্রামের মো আব্দুল হাইয়ের ছেলে জহিরুল ইসলাম বাবু (৪০)। তারা নগরীর বোর্ড বাজারের সাইনবোর্ড এলাকায় ভাড়া থাকে।

গাছা থানা পুলিশের ওসি মো. ইসমাইল হোসেন জানান, মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিজেকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পরিচয় দিয়ে বিভিন্নস্থানে চাঁদা দাবি করতো। শনিবার গাজীপুরের একটি শিল্প কারখানার মালিককে তিনি মেয়র পরিচয়ে এলাকার দুস্থদের ত্রাণ সহায়তার জন্য ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ওই শিল্প মালিকের কাছে টাকার জন্য দুই ব্যক্তিকে পাঠান।

বিষয়টি ওই ব্যবসায়ীর সন্দেহ হলে তিনি পুলিশকে ঘটনাটি অবহিত করেন। পরে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ওই দুই প্রতারককে নগরীর ছয়দানা এলাকা থেকে আটক করে।

মেয়র পরিচয়দানকারী শরিয়তপুরের বাহাদুর মুন্সি কান্দি গ্রামের মো. রফিকুল ইসলাম রফিক (৪২) পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

এ ঘটনায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বাদী হয়ে তিনজনকে আসামি করে গাছা থানায় মামলা দায়ের করেছেন।

আমিনুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।