কালীগঞ্জে পাঁচজন করোনায় আক্রান্ত, চারজনই অন্য জেলা থেকে আসা
গাজীপুরের কালীগঞ্জের স্থানীয় একজনসহ অন্য জেলা থেকে ঘুরে আসা আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর রোববার বিকেলে ওই পাঁচজনের করোনাভাইরাস পজিটিভ বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালীগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে একজন ১০ বছরের শিশু, একজন বৃদ্ধ ও তিনজন নারী। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ দুজন নারায়ণগঞ্জ থেকে এসে কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর গ্রামে ছিলেন। ঢাকা থেকে এসে একজন উত্তর ভাদার্ত্তী গ্রামে ও নরসিংদী থেকে এসে একজন বক্তারপুর ইউনিয়নের মাঝুখান গ্রামে অবস্থান করেছেন।
এছাড়া তুমলিয়া ইউনিয়নের সোম ইসাপুরা গ্রামের স্থানীয় একজন রয়েছেন। তাদের মধ্যে করোনা উপসর্গ থাকার সন্দেহ হলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর রোববার বিকেলে তাদের নমুনায় করোনাভাইরাস পজিটিভ আসে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবলী সাদিক বলেন, করোনা আক্রান্ত পাঁচজনকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে। আক্রান্ত পাঁচজনের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, কালীগঞ্জ পৌর এলাকার তিনজন করোনা রোগী থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামীকাল (১৩ এপ্রিল) থেকে কালীগঞ্জ পৌরসভার কাঁচা ও মাছ বাজারসহ সমস্ত দোকান বন্ধ থাকবে। স্থানীয় ওষুধের দোকানগুলো এর আওতামুক্ত থাকবে। তাছাড়া পৌর এলাকার সকল যানবাহন চালাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স, ওষুধ ও খাবার সরবরাহের গাড়ি এর আওতামুক্ত থাকবে। পৌর এলাকার কোনো জনগণ এক মহল্লা থেকে অন্য মহল্লায় গমন করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি এ নির্দেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে উপজেলার বাকি ইউনিয়নগুলোর ব্যাপারে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে পরবর্তীতে নির্দেশনা দেয়া হবে।
আব্দুর রহমান আরমান/এএম/এমকেএইচ