গাজীপুরে এক টিভি সাংবাদিক করোনায় আক্রান্ত
গাজীপুরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বিকেলে তিনি তার ফেসবুক আইডিতে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনিসহ গত ২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জেলার কাপাসিয়ায় উপজেলায় আট জন, সদর উপজেলায় একজন, কালীগঞ্জ উপজেলায় তিনজন এবং শ্রীপুর উপজেলায় চারজন। এ নিয়ে জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁল ৫১ জনে।
আমিনুল ইসলাম/এমএএস/পিআর