সম্পত্তির জন্য ছোট ভাইকে খুন করলেন বড় ভাই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৭ এপ্রিল ২০২০
নিহত আলী আহাম্মদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন ছোট ভাই। শুক্রবার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী আহাম্মদ নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।

গত ৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জে নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন নিজ বাসার সামনে আলী হোসেন (৪৬) তার ছোট ভাই আলী আহম্মদকে ছুরিকাঘাত করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে আলী হোসেন পালিয়ে যান। পরে আহত অবস্থায় আলী আহাম্মদকে প্রথমে সাইনবোর্ডের প্রো-একটিভ পাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টায় মৃত্যু হয় আলী আহাম্মদের।

আলী হোসেন ও আলী আহম্মদ মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মৃত কমির উদ্দিনের ছেলে। এ ঘটনায় ঘাতক বড় ভাই আলী হোসেন পলাতক রয়েছেন।

আলী আহম্মদের মৃত্যু নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, বসতভিটার জায়গা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই আলী আহম্মদ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

হোসেন চিশতী সিপলু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।