না.গঞ্জে পূজা পরিষদ নেতার করোনায় মৃত্যু, আক্রান্ত স্ত্রী-ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:১৫ পিএম, ১৮ এপ্রিল ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা পূজা উদযাপন প‌রিষ‌দের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য অরুন দাস (৫৮) ক‌রোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সেই সঙ্গে অরুন দাসের স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর ক‌ু‌র্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি রনজিত মোদক।

তিনি বলেন, ১১ এপ্রিল থেকে অসুস্থবোধ করেন অরুন দাস। তার মধ্যে করোনার উপসর্গ ছিল। পরে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হলে করোনা ধরা পড়ে তার। শনিবার সকালে তার মৃত্যু হয়।

রনজিত মোদক বলেন, অরুন দাস সপরিবারে ফতুল্লার লালপুরে বসবাস করেন। তার স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শাহাদাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।