নারায়ণগঞ্জে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:০৩ এএম, ২০ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার এক নারী (৫০) মারা গেছেন। গত শনিবার (১৮ এপ্রিল) রাতে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোবাবার (১৯ এপ্রিল) বিকেলে দাফন শেষে তার ছোট ভাই নবী হোসেন বিষয়টি নিশ্চিত করেন। ওই নারীর বাড়ি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায়।

নবী হোসেন জানান, তার হার্টের সমস্যা ছিল। তিনি সব সময় বাসায় থাকতেন। কয়েকদিন ধরে ঠান্ডা-সর্দি থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের পক্ষ থেকেই দাফন করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক জানান, মৃত ওই নারীর পরিবারের খোঁজ খবর নিয়েছি। তাদের বাসা থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেছি। প্রয়োজনে তাদের বাড়িতে খাবার পাঠানো হবে।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।