কক্সবাজারে নারায়ণগঞ্জ ফেরত আরও একজন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২২ এপ্রিল ২০২০
ফাইল ছবি

কক্সবাজার শহরে নারায়ণগঞ্জ থেকে আসা এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) পরীক্ষা করা ৬৪ জনের নমুনায় ৬৩ জনের ফলাফল নেগেটিভ এলেও কক্সবাজার পৌরসভার টেকপাড়া এলাকার ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

এর আগে গত ১৯ তারিখ একদিনেই জেলায় চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়। তারাও নারায়ণগঞ্জ ফেরত ছিলেন। এ নিয়ে কক্সবাজারে ছয়জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে একজন ওমরাহ ফেরত।

কক্সবাজার মেডিকেল কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহজাহান নাজির বলেন, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবারও (২২ এপ্রিল) ৬৪ জন করোনা সন্দেহজনক রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে কক্সবাজার শহরের এক বাসিন্দার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বাকিসব রিপোর্টই নেগেটিভ।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া বলেন, কক্সবাজারের ল্যাবে প্রতিদিন ৯৬ জন রোগীর নমুনা পরীক্ষার সুযোগ থাকলেও উপজেলা পর্যায় থেকে প্রথমে নমুনা কমই নমুনা এসেছে। এখন পরীক্ষার জন্য মোটামুটি ভালোই নমুনা আসছে।

এদিকে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির বাড়ি ও আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে নেয়ার পাশাপাশি তার সংস্পর্শে আশা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।