ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি, রোহিঙ্গা মাঝি গ্রেফতার
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীসহ স্থানীয় লোকজনকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ার অভিযোগে হামিদ নামে এক রোহিঙ্গা মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, রোহিঙ্গা মাঝি হামিদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ এসেছে। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আসা সব ধরনের অভিযোগ তদন্ত করা হবে।
জানা গেছে, গত ১৯ এপ্রিল পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে উল্লেখ করে উখিয়ার থাইংখালীস্থ ১৪, ১৫ ও ১৬ নম্বর অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি), কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ (উখিয়া সার্কেল) ৯টি দফতরে এই অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছিল।
সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম