সোনারগাঁয়ে একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০১ মে ২০২০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই পরিবারের পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার।

আক্রান্ত সবাই পূর্ণ বয়স্ক। এদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। শুক্রবার (১ মে) দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সোনারগাঁয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৪। এদের মধ্যে দুজন মারা যান। বর্তমানে সোনারগাঁ উপজেলার মধ্যে বৈদ্যেরবাজার ও শম্ভুপুরা ইউনিয়ন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ দুটি ইউনিয়ন করোনার জন্য হটস্পট।

সোনারগাঁ উপজেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, বৈদ্যেরবাজার ইউনিয়নে করোনা রোগীর সংখ্যা ১৩ জন। শম্ভুপুরা ইউনিয়নে একই। এছাড়াও কাঁচপুর ও মোগরাপাড়া ইউনিয়নে তিনজন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে মোগরাপাড়া ও শম্ভুপুরা ইউনিয়নে একজন করে দুজন মারা যান।

ডা. পলাশ কুমার সাহা জানান, সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে শম্ভুপুরা ও বৈদ্যেরবাজার ইউনিয়নে। এ দুটি ইউনিয়নে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকিগুলো অন্যান্য ইউনিয়নের।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, আশঙ্কাজনকভাবে সোনারগাঁয়ে করোনা রোগী বাড়ছে। এটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শাহাদাত হোসেন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।