আদমজী ইপিজেডের দু'জন করোনায় আক্রান্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০২ মে ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ আদমজী ইপিজেডের একজন নার্স ও একজন স্টোরকিপার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২ মে) এ তথ্য নিশ্চিত করেছেন আদমজী ইপিজেডের ব্যাবস্থাপক (জিএম) মো. আহসান কবীর। এদের দু'জনই আইসোলেশনে রয়েছেন।

তিনি জানান, এক সপ্তাহ পূর্বে একজন নার্সের করোনা ধরা পড়ে। শনিবার একজন স্টোরকিপারের করোনা ধরা পড়েছে। এদের দুজনকেই আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া বর্তমানে আদমজী ইপিজেডে কেউ আক্রান্ত নন এবং স্বাস্থ্যবিধি মেনে ভেতরের কার্যক্রমও চলছে বলে জানান তিনি।

আদমজী ইপিজেডের ৫৭টি কারখানার মধ্যে ২৫টি কারখানা শনিবার খোলা ছিল এবং স্বাস্থ্যবিধি মেনে এসব কারখানায় কাজ চলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

সিপলু/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।