৩৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৪ মে ২০২০

এশিয়ান বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জের কালনী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১। রোববার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। এ সময় প্রাইভেটকার, মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়।

আটকরা হলেন- মাদারীপুরের কালকীনি থানার আলীপুর সরদার বাড়ির মৃত ফজলুর করিমের ছেলে মো. আব্দুল কাদের, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শশীদল মিয়াজান বাড়ির মৃত হুমায়ুন কবিরের ছেলে মো. মামুন মিয়া ও চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার ধনাগদা সালু কবিরাজের বাড়ি এলাকার আব্দুর রহিমের ছেলে মো. আবুল হোসেন।

gaza

র‌্যাব-১ এর সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল মেহেদী জানান, রাতে খবর ছিল প্রাইভেটকার যোগে কুমিল্লা থেকে মাদক নিয়ে গাজীপুরের দিকে যাবে। র‌্যাবের চৌকস দল পূর্বাচল উপশহরের কালনী বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। প্রাইভেটকারটি কালনী পৌঁছালে গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে সাড়ে ৩৯ কেজি গাঁজা উদ্ধার ও তিনজনকে আটক করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার, চারটি মোবাইল, চারটি সিমকার্ড জব্দ করে র‌্যাব।

মীর আব্দুল আলীম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।