নারায়ণগঞ্জে করোনায় মৃতের সংখ্যা ৫০, আক্রান্ত ১০৫৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:২২ পিএম, ০৪ মে ২০২০

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ জন। এ নিয়ে জেলায় মারা গেছেন ৫০ জন ও আক্রান্ত হয়েছেন ১০৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ জন। রোববার (০৩ মে) জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ১০২৬।

সোমবার (০৪ মে) জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য জানায়। নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা সিটি কর্পোরেশন এলাকায় ৬৪৬ জন, সদর উপজেলায় ৩০৯, বন্দর উপজেলায় ২৩, আড়াইহাজারে ২৮, সোনারগাঁয়ে ৩৩ ও রূপগঞ্জে ১৪ জন। সিটি কর্পোরেশন এলাকায় ৩৫ জন, সদরে ১১, বন্দরে একজন, রূপগঞ্জে একজন এবং সোনারগাঁয়ে দুইজন মারা গেছেন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ জন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩৩ জন, সদর উপজেলার ১০ জন, রূপগঞ্জে একজন, সোনারগাঁয়ে একজন ও আড়াইহাজারের তিনজন। এ পর্যন্ত জেলায় মোট ৩৫২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এলাকাভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৭৭৬, সদর উপজেলায় ১৮৩৬, বন্দরে ২২৯, আড়াইহাজারে ৩৫০, সোনারগাঁয়ে ১৭৯, রূপগঞ্জে ১৫৭ জনের। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ জন।

এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।