নারায়ণগঞ্জে ৫৭ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:০৬ পিএম, ০৫ মে ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ পুলিশ সদস্য। আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন। আরও পাঁচজনের শারীরিক অবস্থা উন্নতির দিকে। দ্রুতসময়ে সুস্থতার ছাড়পত্র পাবেন তারাও।

মঙ্গলবার (০৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ (এসপি) সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

এসপি বলেন, এখন পর্যন্ত জেলা পুলিশের ৫৭ জন সদস্য কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন সুস্থ হয়ে উঠেছেন। আরও পাঁচজনের পরবর্তী করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। কয়েকদিনের মধ্যে সুস্থতার ছাড়পত্র পাবেন তারাও।

তিনি আরও বলেন, আক্রান্তরা জেলা পুলিশ লাইনস, ফতুল্লা স্টেডিয়ামের আইসোলেশন সেন্টার ও ঢাকায় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। অনেকেই আবার নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। তবে সবার শারীরিক অবস্থা ভালো আছে। দ্রুত সুস্থ হয়ে উঠবেন সবাই।

নারায়ণগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে নতুন আক্রান্ত রোগীর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় ৫১ জনের মৃত্যু হলো।

একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২০ জন। এতে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৭৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন আরও ১০ জন। সবমিলিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৮ জন। মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।