কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রবাসীর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১১ মে ২০২০

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মালবাহী ট্রেনের ধাক্কায় মো. টিটু ভূঁইয়া (৩০) নামের এক সিঙ্গাপুরপ্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঘোড়াশাল রেলওয়ে সেতুর অদূরে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পৌর কাউন্সিলর আহমেদুল কবির।

মৃত টিটু পৌর এলাকার দেওপাড়া গ্রামের ফোরকান ভূঁইয়ার ছেলে। বছর খানেক আগে তিনি সিঙ্গাপুর থেকে এসে বাড়িতে বাবার সঙ্গে ব্যবসা শুরু করেন।

স্থানীয়রা জানায়, দুপুরে বাবার সঙ্গে পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারে দোকানের জন্য মালামাল কিনতে যাচ্ছিলেন টিটু। তার বাবা রেললাইন অতিক্রম করে চলে গেলেও ছেলে অতিক্রম করতে পারেননি। এ সময় ঢাকা ও চট্টগ্রাম দুই পাশ থেকে দুইটি মালবাহী ট্রেন আসছিল। তখন তিনি ঢাকাগামী মালবাহী ট্রেনটি দেখলেও চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটি দেখতে পাননি। পরে ওই ট্রেনের ধাক্কায় পাশের খাম্বায় ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাস আহমেদ বলেন, আহত টিটুকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

আব্দুর রহমান আরমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।