বাগানে ট্রাকচালকের লাশ
ফাইল ছবি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মৌকুড়ি ঋষিপাড়া এলাকার একটি বাগান থেকে দিলীপ (৪২) নামের এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) রাত পৌনে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। দিলীপ বালিয়াকান্দি উপজেলার অজিত সরকারের ছেলে।
বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নায়েব আলী শেখ বলেন, মৌকুড়ি ঋষিপাড়ার একটি বাগানে কয়েকজন তাস খেলছিল। এ সময় দিলীপ নামের এক ট্রাকচালক অসুস্থ হয়ে মারা যান বলে শুনেছেন তারা।
বালিয়াকান্দি থানা পুলিশের ওসি একেএম আজমল হুদা বলেন, মৌকুড়ি এলাকার একটি বাগান থেকে ট্রাকচালক দিলীপের মরহেদ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারনা করছি এটি স্বাভাবিক মৃত্যু। তারপরও ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
রুবেলুর রহমান/এএম/এমকেএইচ