ঈদে বাড়ি গিয়ে এক পরিবারের চারজন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২০ মে ২০২০

ঈদ উপলক্ষে বাড়ি গিয়ে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে স্বামী-স্ত্রীসহ এক পরিবারের চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ জনে। বুধবার (২০ মে) দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, বুধবার দুপুরে ৩২ জনের নমুনার ফলাফল হাতে পেয়েছি। এর মধ্যে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে চারজনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তরা একই পরিবারের। ঈদ উপলক্ষে কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি এসেছেন তারা। তাদেরকে হাসপাতালে আনার প্রস্তুতি চলছে।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, এখন পর্যন্ত রাজবাড়ীতে মোট ১২২৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ১০৫৩ জনের রির্পোট হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন এবং চিকিৎসাধীন রয়েছেন দুইজন। এছাড়া দুইজন নিজেদের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

রুবেলুর রহমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।