রাজবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১০:৪০ পিএম, ২১ মে ২০২০

রাজবাড়ী সদর উপজেলার ভাজনচালা এলাকায় অঙ্কন দত্ত (১৪) নামের এক‌ স্কুলছাত্র ও বা‌লিয়াকা‌ন্দি উপজেলা‌র বহরপুরে ফ‌রিদা (৩৫) নামের এক গৃহবধূ করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এছাড়া কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মে‌ডিকেল অ্যাসিস্ট্যান্ট করোনায় আক্রান্ত হয়েছেন। এ‌ নিয়ে রাজবাড়ীতে মোট ২৪ জন করোনা রোগী শনাক্ত হলো।

বৃহস্প‌তিবার রা‌ত সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর সি‌ভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য জানান।

‌তি‌নি বলেন, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চি‌কিৎসকের করে‌ানা পজিটিভ এসেছ। তাকে করোনা হাসপাতালে আনার প্রস্তু‌তি চলছে। তার সামান্য ঠান্ডা, কা‌শি আছে। জেলায় এখন পর্যন্ত ২৪ জনের করোনা পজি‌টিভ এসেছে। বর্তমানে করোনা হাসপাতালে পাঁচজন ও কালুখা‌লী হাসপাতালে দুইজন চি‌কিৎসাধীন রয়েছেন।

এদিকে জানা গেছে, আজ সকালে রাজবাড়ী পৌর এলাকার ভাজনচালায় ‌বিপ্লব সাহার ছেলে স্কুলছাত্র অঙ্কন দত্ত তার নিজ বাড়িতে করোনার উপসর্গ নিয়ে মারা যায়। কয়েক‌দিন ধরে তার ঠান্ডা-জ্বর, কা‌শি ছিল।

অপর‌দিকে রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দির শাপলা ক্লিনিকে করোনা উপসর্গ নিয়ে ফ‌রিদা এক নারীর মৃত্যু হয়েছে। তিনি দুইদিন আগে বাচ্চা প্রসব করেছেন।

বা‌লিয়াকা‌ন্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার বলেন, দুদিন আগে ফ‌রিদা বাচ্চা প্রসব করে। করোনার উপসর্গ ছিল তার মধ্যে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

রুবেলুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।