মুরগিসহ ঈদ সামগ্রী দিলেন ছাত্রলীগ নেতা
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ৩শ অসহায় ব্যক্তির মাঝে ১টি করে মুরগিসহ ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়ন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নির্দেশে জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম এরশাদ ব্যক্তি উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
এ সময় মুরগি, সেমাই, চিনি, দুধ, কিসমিস, পোলাওয়ের চাল ও ডাল দেয়া হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাস সফি, সহ-সভাপতি অ্যাড. খান মো. জহুরুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক নিলয় বাপ্পী, জেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি নাহিদুল আলম রাজু, আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোকছেদুল আলম মিথুন, নুরুল হক শুভ, সদস্য জাকির হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল পাঠানসহ প্রমূখ। এছাড়া জেলা ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রুবেলুর রহমান/এফএ/জেআইএম