সিলেট কাস্টমসের সহকারী কমিশনার সস্ত্রীক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১০:০২ পিএম, ২২ জুন ২০২০

সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। ওই দম্পতি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন। রোববার (২১ জুন) তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন।

তিনি জানান, বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ৩১তম ব্যাচের এই কর্মকর্তা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। পরে তার স্ত্রী ফেরদৌসি সুলতানাও করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে এই দম্পতির চার বছরের একমাত্র মেয়ের করোনা ধরা পড়েনি।

এ নিয়ে সিলেটে কাস্টমস ও ভ্যাট কমিশনারের মোট ১৩ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলেন। এছাড়া অনেকেই বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

ছামির মাহমুদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।