সংক্রমণ কমে আসছে সিলেটে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০

সিলেট বিভাগে করোনার সংক্রমণ কিছুটা কমে এসেছে। একইসঙ্গে বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৯ জন। একই সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৬১ জন। এছাড়া এ সময়ে বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।

নতুন শনাক্ত হওয়া ২৯ জনের মধ্যে সিলেট জেলার ২১ জন, সুনামগঞ্জের ৩, হবিগঞ্জের একজন ও অপর চারজন মৌলভীবাজারের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, গত ১৫ এপ্রিল থেকে ২৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ২১২ জন মারা গেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১৫৪ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারে ২১ জন। তবে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যাননি।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে মোট ১২ হাজার ৪৫২ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৭৩৪, সুনামগঞ্জে ২ হাজার ৩০৭, হবিগঞ্জে ১ হাজার ৭৩১ ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৬৮০ জন। বর্তমানে এ বিভাগে করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮২ জন। এর মধ্যে সিলেটে ৫৮, সুনামগঞ্জে ৮, হবিগঞ্জে ৯ ও মৌলভীবাজারে ৯ জন।

এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬১ জন। এর মধ্যে সিলেটে ৪১, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৬ জন। এর মধ্যে সিলেটে ৫ হাজার ২৩৪, সুনামগঞ্জে ২ হাজার ৪৪, হবিগঞ্জে ১ হাজার ২৭৫ ও মৌলভীবাজারে ১ হাজার ৫২৩ জন।

বর্তমানে সিলেট বিভাগে সক্রিয় করোনা রোগী আছেন ২ হাজার ১৬৪ জন। বাকি ১০ হাজার ৭৬ জন সুস্থ হয়েছেন আর ২১২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

ছামির মাহমুদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।