বেনাপোলে বাণিজ্য বন্ধ দু’দিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২২ এপ্রিল ২০২১

ভারতের উত্তর ২৪ পরগনায় বিধানসভা নির্বাচন ও বাংলাদেশের সাপ্তাহিক ছুটিতে যশোরের বেনাপোল স্থলবন্দরে টানা দু’দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে।

বাণিজ্য বন্ধ থাকায় বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশতেই রয়েছে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাঁচামাল ও পচনশীল পণ্য। তবে এ পথে পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ থাকলেও বন্দরের পণ্য খালাস প্রক্রিয়া ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

পেট্রাপোল স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, আমাদের বনগাঁ থানায় বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের মধ্যে বাণিজ্যিক নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। এ বিষয়টি মাথায় রেখে ব্যবসায়ীরা আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, বৃহস্পতিবার বনগাঁ থানায় বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের কারণে ভারতীয় ব্যবসায়ীরা বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ রেখেছেন। আর শুক্রবার (২৩ এপ্রিল) আমাদের সরকারি ছুটির কারণে বাণিজ্য বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে লোড আনলোডসহ পণ্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক আছে। শনিবার (২৪ এপ্রিল) থেকে স্বাভাবিক নিয়মে আবারো দু’দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।

মিলন রহমান/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।