বেনাপোলে অস্ত্র ও গুলি উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:১১ পিএম, ২৯ মে ২০২১

বেনাপোলে একটি ওয়ান শুটার গানসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ মে) ভোরে পোর্ট থানার পুটখালীর মহিষাডাঙ্গা গ্রাম থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।