মণিরামপুরে হচ্ছে ৩৪ কিলোমিটার সুপেয় পানির পাইপলাইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২৯ মে ২০২১

যশোরের মণিরামপুর পৌরসভায় সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে ৩৪ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

শনিবার (২৯ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘বাঙালি জাতির সৌভাগ্য বঙ্গবন্ধুর মত একজন সাহসী মহাপুরুষের জন্ম এদেশে হয়েছে। জাতির পিতার কারণে একটি স্বাধীন দেশ পেয়েছি একটি আত্মপরিচয় রয়েছে সারা বিশ্বের কাছে। বিংশ শতাব্দীতে যারা নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের মুক্তির জন্য অবদান রেখে ইতিহাসের পাতায় স্মরণীয় এবং বরণীয় হয়ে আছেন তাদের মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার মত একজন দক্ষ ও সুযোগ্য নেতৃত্বের কারণে সারা পৃথিবীতে বাংলাদেশকে নিয়ে গবেষণা হয়। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও উন্নয়ন কাজে আমাদের সবাইকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে।’

jagonews24

পৌরবাসীর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। সব দায়িত্ব শুধু সরকার বা জনপ্রতিনিধিদের এ ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। পৌরকর দেয়ার মত মানসিকতা তৈরি করতে হবে। আগের সেই দারিদ্রতা আর নেই। আমাদের সক্ষমতা বেড়েছে। বর্তমানে দেশের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ মার্কিন ডলার যা এরইমধ্যে পাকিস্তান, নেপাল, ভুটান ও ভারতকে ছাড়িয়ে গেছে। বঙ্গবন্ধুর আদর্শের সরকার ক্ষমতায় থাকায় দেশের সব সূচকে উন্নয়ন অব্যাহত রয়েছে। আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। গত আড়াই বছরে মণিরামপুরের সব সেক্টরে উন্নয়ন দৃশ্যমান হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে অনেক মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং হচ্ছে। দেশের প্রতিটি মানুষের কাছে পানি সরবরাহসহ অন্যান্য মৌলিক চাহিদা থেকে বঞ্চিত রেখে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সবাইকে উন্নয়নের অংশীদার করতে হবে।’

মণিরামপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ওয়াজেদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর যশোরের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ পারেভজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ প্রমুখ।

মিলন রহমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।