বোর্ডিং থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, পাশে ছিল বিষের বোতল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ০৬ জুন ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনাল সংলগ্ন একটি বোর্ডিং থেকে রফিকুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ জুন) বিকেল ৫টায় ‘নিরাপদ বোর্ডিং অ্যান্ড গেস্ট হাউজ’ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলা সদরের সেহেরা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

বোর্ডিংয়ের ম্যানেজার বাদশা আলমগীর জানান, বৃহস্পতিবার (৩ জুন) রফিকুল ইসলাম বোর্ডিংয়ের ১০১ নম্বর কক্ষ ভাড়া নেন। তিনি স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছিলেন। ঘটনার কয়েক ঘণ্টা আগেও তিনি স্বাভাবিক ছিলেন। রোববার বিকেল ৩টা থেকে তার কক্ষ বন্ধ থাকায় ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, মরদেহের পাশে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।

এস কে শাওন/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।