করোনা আক্রান্তের শীর্ষে ফরিদপুর, সিট নেই আইসিইউতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৪ জুন ২০২১

দেশে করোনায় শনাক্ত বিবেচনায় শীর্ষে রয়েছে ফরিদপুর জেলা। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। শনাক্তের হার ৫৫ দশমিক ৬৭ শতাংশ।গত দুদিন আগেও জেলায় শনাক্তের হার ছিল মাত্র ৯ দশমিক ৫৭ শতাংশ।

এদিকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনায় আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। তবে আইসিইউতে শয্যা সংখ্যা কম থাকায় সব রোগীরা ভর্তি হতে পারছেন না। বর্তমানে এ হাসপাতালে আইসিইউতে ১৬ শয্যার মধ্যে সচল রয়েছে ১৪টি।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউয়ের ইনর্চাজ ডা. অনন্ত বিশ্বাস বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ছে। কিছুদিন আগেও ওয়ার্ডে রোগী ছিল তিন-চারজন, এখন সেখানে কোনো সিট ফাঁকা নেই।’

jagonews24

তিনি আরও বলেন, ‘করোনার এ দ্বিতীয় ঢেউয়ের ধরন আগের থেকে ভিন্ন। কারণ এখন আইসিইউয়ে ভর্তি হয়ে সুস্থতার হার কম। করোনায় আক্রান্ত রোগী মারা যাচ্ছে বেশি এবং তাও আবার দ্রুত।’

jagonews24

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক ব্যক্তি। আর নতুন শনাক্ত হয়েছে ২২ জন। জেলায় এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯০৯ জন ও মারা গেছেন ১৮৮ ব্যক্তি।

jagonews24

এ প্রসঙ্গে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সরকারি নিদের্শনা অনুযায়ী, জেলার সকল উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিদের্শনা দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না সে বিষয়ে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে।’

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।