ফরিদপুরে আরও ১০ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৯ জুন ২০২১
ফাইল ছবি

ফরিদপুরে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুই এবং উপসর্গ নিয়ে আটজন রয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ২৭৯ জনের পরীক্ষা করে ১১৬ জন করোনা পজিটিভ হয়েছেন।

জানা গেছে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য ১৬০টি সিট থাকলেও ভর্তি রয়েছেন ১৮৩ করোনা রোগী।

ফরিদপুর সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, গত এক সপ্তাহের মধ্যে শুধুমাত্র সোমবার (২৮ জুন) একদিনে শনাক্তের হার কিছুটা কম ছিল। তবে মঙ্গলবার (২৯ জুন) শনাক্তের সূচক আবার বেড়েছে।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনায় শনাক্ত ও মৃত্যু কমাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে মানুষকে ঘরে রাখাসহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যা যা করার দরকার সব চেষ্টা করা হচ্ছে। ১ জুলাই থেকে আরও কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে এবং তা মানতে বাধ্য করা হবে।

এন কে বি নয়ন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।