খুলনায় আরও ৮ জনের মৃত্যু
খুলনার তিন করোনা হাসপাতালে আরও আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়াদের মধ্যে খুলনা মেডিকেলে পাঁচ, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুই ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজন রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) খুলনায় চারজনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, করোনা ইউনিটে একজন মারা গেছেন। তার বাড়ি বাগেরহাট জেলায়।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, করোনা ইউনিটে দুইজন মারা গেছেন। তাদের একজনের বাড়ি গোপালগঞ্জে। অপরজন খুলনার দাকোপের।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগী মারা যাননি।
সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।
আলমগীর হান্নান/এএইচ/এমএস