করোনায় সিলেট বিভাগে আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২৯ আগস্ট ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসে (কোভিড-১৯) সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ১৭৩ জন। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৭১ শতাংশ।

রোববার (২৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় সই করা গণমাধ্যমে পাঠানো করোনা বিষয়ক দৈনিক তথ্য বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৭৭টি নমুনা পরীক্ষায় ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৫৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৫২৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ৪৮৩ জন, সুনামগঞ্জে ছয় হাজার ৬৯ জন, হবিগঞ্জে ছয় হাজার ২৮৪ জন ও মৌলভীবাজারে সাত হাজার ৬৮৮ জন রয়েছেন।

ছামির মাহমুদ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।