নারায়ণগঞ্জে ৪ মাদককারবারি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৯ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানা এলাকা থেকে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১ এর লে. কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১৮ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজাসহ মো. বাদশা (২৮) এবং গাঁজা ও হেরোইনসহ মো কালু (২৭) নামে দুই মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানার পাইকপাড়া এলাকায় আরও একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ গ্রেফতার করা হয় মাদককারবারি মো. আয়াতুল্লাহ (৫০) এবং মো. রাকিব উদ্দিনকে (৩২)।

তিনি আরও জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে গাঁজা ও হেরোইন সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও এর আশেপাশের এলাকায় কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা করা হয়েছে।

এস কে শাওন/এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।