টাকার বিনিময়ে পর্নোভিডিও সরবরাহ, গ্রেফতার ৪

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২১ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা থেকে কম্পিউটারের মাধ্যমে পর্নোভিডিও ও অশ্লীল ছবি সরবরাহের অভিযোগে চার কম্পিউটার দোকানিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২০ অক্টোবর) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাতটি সিপিইউ, ১৪টি কার্ড রিডার, একটি পেনড্রাইভ ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. রাসেল মিয়া (২৫), মো. লিমন মিয়া (২৫), উত্তম চন্দ্র দাস (২৫) ও মো. বিল্লাল হোসেন (২৬)।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১-এর লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি বলেন, ওই চারজন দীর্ঘদিন ধরে কাঁচপুর এলাকায় লাভলী সিনেমা হলের সামনের লাভলী কমপ্লেক্সে কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং দোকান পরিচালনার আড়ালে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন পর্নোভিডিও, অশ্লীল ছবি সরবরাহ করে আসছিলেন। অসাধু ব্যবসায়ী চক্রটি শিক্ষার্থীসহ উঠতি বয়সী তরুণদের মোবাইলে টাকার বিনিময়ে এসব ভিডিও সরবরাহ করছিলেন।

তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এস কে শাওন/ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।