না’গঞ্জে গুজব ছড়ানোর অভিযোগে ছাত্র অধিকার পরিষদ নেতা আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৩ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব ছড়িয়ে নাজির হোসেন ওরফে ইমরান নাজির (২৬) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব।

শনিবার (২৩ অক্টোবর) ভোরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১ এর সদর দপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশা জানান, আটক যুবক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য। এর আগে তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ের ঘটনায় সম্প্রীতি বিনষ্টের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এস কে শাওন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।