নাস্তা খাওয়ানোর কথা বলে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৩ অক্টোবর ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর হত্যার অভিযোগে মোশারফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

মোশারফ মিয়া উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ওই শিশুর দূরসম্পর্কের নানা হন।

নিহতের মা জানান, দূরসম্পর্কের আত্মীয় হওয়ায় মোশারফ মিয়ার বাড়িতে আসা যাওয়া ছিল। শুক্রবার সকাল ৬টার দিকে শিশুটিকে নাস্তা খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মোশারফ। পরে দুপুর হয়ে গেলেও বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। এ সময় মোশারফের মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে মোশারফকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, অভিযোগের পর মোশারফকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাঙ্গীর এলাকার বালুর মাঠের কাশবন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।