নারায়ণগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৭ অক্টোবর ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা কারাগারে আশ্রাফ হোসেন (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৭টায় মারা যান তিনি। জেলার শাহ রফিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আশ্রাফ বন্দর উপজেলার সালেনগর এলাকার মৃত মুসা মিয়ার ছেলে।

জেলার শাহ রফিকুল ইসলাম জানান, ১৪ অক্টোবর বন্দর থানার এক মাদক মামলায় আদালত আশ্রাফ হোসেনকে কারাগারে পাঠান। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।