শারীরিক নির্যাতন ও হত্যার হুমকি, স্ত্রীর বিরুদ্ধে জিডি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৪২ এএম, ৩১ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাণে মেরে ফেলার হুমকি ও নিজ বাড়িতে ঢুকতে না দেওয়ায় স্ত্রীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্বামী।

শনিবার (৩০ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন এ জিডি করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, ১৩ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। গত পাঁচ বছর ধরে তার স্ত্রী ইচ্ছেমতো চলাফেরা করছিল। এতে বাধা দিলে তার সঙ্গে খারাপ আচরণের পাশাপাশি শারীরিক নির্যাতন করে আসছিল স্ত্রী। সম্প্রতি দেলায়ার হোসেনকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন তার স্ত্রী। তাকে বাড়িতেও ঢুকতে দিচ্ছেন না।

এতে ভীত হয়ে স্ত্রীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেছেন দেলোয়ার হোসেন।

জিডির তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রেজা বলেন, দেলোয়ার হোসেন নির্যাতন ও হুমকির অভিযোগ এনে তার স্ত্রীর বিরুদ্ধে জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস কে শাওন/ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।