মেয়র আব্বাসের অপসারণ দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৪ নভেম্বর ২০২১

বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। এ সময় কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর শাস্তি এবং তাকে দল ও পদ থেকে অপসারণের দাবি জানানো হয়।

বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে মানববন্ধন করা হয়। অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে কাটাখালী পৌরসভা আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এসব উইপোকাদের অনতিবিলম্বে দল থেকে অপসারণ করতে হবে। আব্বাসের মতো ‘কুলাঙ্গারদের’ আমরা যেন ক্ষমতায় আর না দেখি। তার মতো যেসব জামায়াত-বিএনপির দোসররা দলের ভেতর বসে আছে, তাদের দল থেকে বহিষ্কার করার এখনই উপযুক্ত সময়।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে তারা যত ক্ষমতাধরই হোক না কেন তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

এ সময় উপস্থিত বক্তারা মেয়র আব্বাসকে দল ও মেয়র পদ থেকে অপসারণসহ তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

jagonews24

মানববন্ধনে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, জামাত খান প্রমুখ।

এদিকে কাটাখালী পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকেও মেয়র আব্বাসের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা পালিত হয়। এ সময় তারা মেয়র আব্বাসকে গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে তাকে দলীয় পদ থেকে বহিষ্কারের জোর দাবি জানান। বিক্ষোভ মিছিল কাটাখালী পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে সাবেক ছাত্রলীগ ফোরাম রাজশাহী সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে আব্বাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি সোনাদিঘীর মোড় মনিচত্বর হয়ে ঘুরে এসে জিরো পয়েন্ট মোড়ে মেয়র আব্বাসের কুশপুতুল দাহ করবে।

২২ নভেম্বর রাতে মেয়র আব্বাসের ১ মিনিট ৫১ সেকেন্ডের বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়। এতে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে নগরীর ৩ থানায় রাজশাহী সিটি করপোরেশনের তিন কাউন্সিলর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করেছেন। তার মধ্যে বোয়ালিয়া ও রাজপাড়া থানায় এজাহার গৃহীত হয়েছে বলেও জানা গেছে।

ফয়সাল আহমেদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।