সিলেটে করোনা শনাক্তের হার ২৬.২৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

সিলেটে করোনা সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১০৪৩ নমুনা পরীক্ষা করে ২৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.২৭ শতাংশ।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় করোনাক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৮৭ জন। এর আগে গত শনিবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দুইজন মারা যান।

নতুন করে সংক্রমিতদের মধ্যে সিলেট জেলায় ১৯৪, সুনামগঞ্জের ১১, মৌলভীবাজারের ৪৮ ও হবিগঞ্জের ২১ জন রয়েছেন। একই সময়ে করোনামুক্ত হয়েছেন ৪৯ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন মোট ৫৬ হাজার ৩৩৮ জন। আর সুস্থ হয়েছেন ৫০ হাজার ২৩৪ রোগী।

ছামির মাহমুদ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।