সিরাজগঞ্জের দুই এমপি করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২২ জানুয়ারি ২০২২
সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও ডা. আব্দুল আজিজ সরকার

সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর আংশিক) আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ সরকার করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (২২ জানুয়ারি) সকালে মোবাইল ফোনে তানভীর শাকিল জয় ও এমপি ডা. আব্দুল আজিজ সরকার নিজেই বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, টিকার দুই ডোজ ও বুস্টার ডোজ গ্রহণ করেছি। এরপরও তৃতীয়বারের মতো শরীরে করোনা শনাক্ত হয়েছে। সর্দি ছাড়া তেমন কোনো সমস্যা হচ্ছে না। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।

সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ সরকার বলেন, টিকার দুই ডোজ নেওয়ার পরও দেহে করোনা শনাক্ত হয়েছে। সর্দি-কাশি থাকলেও তেমন সমস্যা হচ্ছে না। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।

এসজে/রাকিবুল ইসলাম রুবেল/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।