তিন বছরের সাজা এড়াতে পাগল সেজে ১৬ বছর পলাতক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:০৭ এএম, ০৩ মার্চ ২০২২
গ্রেফতার নিজাম উদ্দিন

রায়ের ১৬ বছর পর নিজাম উদ্দিন (৬৮) নামে তিন বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২ মার্চ) রাত ২টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পোলবাসুনদো গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নিজাম উদ্দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার কালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি নারায়ণগঞ্জের বন্দর থানার ১৯৯৭ সালের একটি মামলায় অভিযুক্ত হন এবং পরবর্তীতে ২০০৬ সালে বিজ্ঞ আদালত আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর থেকে তিনি ছদ্মবেশ ধারণ করে ‘পাগল’ সেজে সিদ্ধিরগঞ্জ ছেড়ে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেন। এ সময় তিনি নিজেকে আধ্যাত্মিক চিকিৎসক পরিচয় দেন।

পুলিশ আরও জানায়, ওই আসামি এতেদিন কবিরাজি, তন্ত্রমন্ত্র ও আধ্যাত্মিক চিকিৎসা প্রদান করে আসছিলেন। তিনি তার শ্বশুরবাড়ির এলাকা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পোলবাসুনদো গ্রামে ‘ভণ্ড পাগল’ পরিচয়ে ব্যাপক পরিচিত হয়ে ওঠেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নিজাম উদ্দিনকে গ্রেফতারের জন্য বিভিন্ন সময় খোঁজ নিয়ে তার অবস্থান জানা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।