সোনারগাঁয়ে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০৩ মার্চ ২০২২
নিহত নুরে-আলম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত নুরে-আলম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

এর আগে নূরে আলম আহত হওয়ার ঘটনায় গত শনিবার তার মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর দড়িকান্দি এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে নুরে আলমসহ ১০ জন আহত হন। আহতদের মধ্যে নুরে আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ছয়দিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নুরে আলমের চাচাতো ভাই মহসিন মিয়া জানান, আহত নুরে আলম ছয়দিন আইসিইউতে থাকার পর আজ বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ক্রিকেট খেলার দ্বন্দ্বে একজনের মৃত্যুর খবর আমার জানা নেই। মৃত্যু হয়ে থাকলে আগের মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।

রাশেদুল ইসলাম রাজু/আরেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।