নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:২০ পিএম, ০৫ মার্চ ২০২২
বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় ছত্রভঙ্গ হয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা। তবে কোনো ধরপাকড়ের ঘটনা ঘটেনি।

শনিবার (৫ মার্চ) বিকেলে ফতুল্লার কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত করেন। কিছুক্ষণ পর সেখানেও পুলিশ গিয়ে উপস্থিত হন এবং টহল দেন।

na-(2).jpg

এ বিষয়ে থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল জাগো নিউজকে বলেন, ‘আমরা গণদাবির একটি কর্মসূচিতে জনগণের পক্ষে কথা বলতে গিয়ে সরকারের পেটোয়া বাহিনীর বাধায় পড়েছি। তারা আমাদের কোনোভাবেই কর্মসূচি পালন করতে দেয়নি। আমরা যেখানেই জড়ো হয়েছি সেখানেই তারা বাধা দিয়েছে। তবে বাধা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দমানো যাবে না।’

তবে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জাগো নিউজকে বলেন, অনুমতি ছাড়া সড়কে সভা করায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।