বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৯ জুলাই ২০২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন বাগদাদ টেক্সটাইলের শ্রমিকরা।

শনিবার (৯ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্প স্টেশনের সামনে বিক্ষোভ করেন তারা।

এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকের। তাদের অবরোধের কারণে কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রহিমা খাতুন নামের একজন শ্রমিক জানান, বাগদাদ টেক্সটাইলে প্রায় তিনশোর মতো শ্রমিক কাজ করেন। তাদের বেশিরভাগই এখনো বেতন পাননি। মালিকপক্ষ শুধু বারবার আশ্বাসই দিয়ে যাচ্ছে।

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ

রাজা মিয়া নামের আরেক শ্রমিক বলেন, ‘কারও দুই মাসের, আবার কারও তিন মাসের বেতন বকেয়া রয়েছে। আমরা আমাদের পরিবার নিয়ে খুব কষ্টে আছি। বেতন না দেওয়ায় টাকার অভাবে আমরা গ্রামেও যেতে পারছি না।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন করেছিলেন। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

এ বিষয়ে শিল্পাঞ্চল পুলিশ-৪ নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিকরা যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।