মিরসরাইয়ে কেনা জমিতে হচ্ছে দেশের প্রথম আশ্রয়ণ প্রকল্প

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১৮ জুলাই ২০২২

চট্টগ্রামের মিরসরাইয়ে দেশে প্রথমবারের মতো ক্রয় করা জায়গায় ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করেছে সরকার। সোমবার (১৮ জুলাই) উপজেলার সদর ইউনিয়নে কিছমত জাফরাবাদ এলাকায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ নাজমুল আহসান, রেবিনিউ ডিপুটি কালেক্টর (আরডিসি) মং মারমা, জেলা প্রশাসক অফিসের স্টাফ প্লাবন কুমার বিশ্বাস, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান, উপজেলা ভূমি কর্মকর্তা এসএমএন জামিউল হিকমাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, মিরসরাইয়ে খাস জমি না থাকায় তিন কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ২ দশমিক ৬০ একর জমি ক্রয় করে সরকার। এ জমিতে ৩৬৫টি ভূমিহীন পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ৫০টি, দ্বিতীয় পর্যায়ে ২৫টি, তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ২০টি পরিবারকে ২ শতাংশ জমির ওপর ঘর নির্মাণ করে দেওয়া হবে। ২১ জুলাই সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকায় ১০৯টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে। ওইদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

মিরসরাইয়ে হচ্ছে কেনা জমিতে দেশে প্রথম আশ্রয়ণ প্রকল্প

তিনি আরও বলেন, ক্রয় করা ভূমিতে এটাই প্রথম আশ্রয়ণ প্রকল্প। এ প্রকল্পে ১০৯টি ঘর নির্মাণ করা হবে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে দুই লাখ ৫৯ হাজার টাকা। এখানে ভূমিহীনদের বসবাসের জন্য পুকুর, মসজিদ, খেলার মাঠ ও কবরস্থান থাকবে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।