পদ্মার এক বাঘাইড় বিক্রি হলো ২৩ হাজারে
রাজবাড়ীতে পদ্মায় জমির হালদার নামের এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বাঘাইড়। মাছটি ১১৫০ টাকা কেজি দরে ২৩ হাজার টাকায় বিক্রি করা হয়।
সোমবার (২২ আগস্ট) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।
সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে উন্মুক্ত নিলামে তোলা হয়। রওশন মোল্লার আড়ত থেকে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ১১০০ টাকা কেজি দরে ২২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জেলে জমির হালদার বলেন, অন্যান্য দিনের মতো সোমবার ভোরে কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মায় জাল ফেলেন। সকালের দিকে জাল টেনে তোলার সময় ঝাঁকুনিতে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। জাল ওপরে তুলতেই দেখতে পান একটি বড় বাঘাইড় মাছ। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে এনে মাছটি বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, কেজিতে ৫০ টাকা লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২৩ হাজার টাকায় তিনি মাছটি বিক্রি করেছেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, এখন পদ্মায় মাঝে মধ্যেই বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। এতে জেলেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
রুবেলুর রহমান/এসআর/এএসএম