ছুটি ছাড়াই স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে দুই শিক্ষিকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৩ আগস্ট ২০২২

পেশায় তারা দুজনই দুই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। একজন ছুটি নিয়েছিলেন দুইদিন। আরেকজন ছুটিই নেননি। অথচ তাদের মধ্যে একজন প্রায় আড়াই বছর, আরেকজন ৯ মাস স্কুলে যান না।

এমন ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খালিয়া মধুপুর ও দেলুয়া সরকারি প্রাথমকি বিদ্যালয়ে। জানা গেছে, ওই দুজন শিক্ষকই স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

প্রবাসে থাকা শিক্ষকরা হলেন বালিয়াকান্দির খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমাইয়া সুলতানা ও দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা খাতুন।

তারা দীর্ঘদিন বিদ্যালয়ে না আসায় ব্যাহত হচ্ছে পাঠদান। ফলে দ্রুত ওই দুটি পদে শিক্ষক পদায়নের দাবি জানিয়েছেন অভিভাবকসহ এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, সুমাইয়া সুলতানা খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ২০২০ সালের ১৭ মার্চের পর থেকে ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। রোজিনা খাতুন ২০২১ সালের ডিসেম্বরে দুদিন (৮ ও ৯ তারিখ) নৈমিত্তিক ছুটি নিয়ে আর বিদ্যালয়ে আসেননি।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমাইয়া সুলতানা ২০১৬ সালের ১৮ জানুয়ারি চাকরিতে যোগদান করেন। একই ইউনিয়নের দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা খাতুন চাকরিতে যোগদান করেন ২০১৬ সালের ৩ আগস্ট। অনুপস্থিত থাকায় তাদের বেতনভাতাও বন্ধ রয়েছে।

এ বিষয়ে খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী বলেন, ‘ছুটি ছাড়াই সুমাইয়া সুলতানা ২০২০ সালের ১৭ মার্চ থেকে বিদ্যালয়ে অনুপস্থিত আছেন। পরিবার সূত্রে জানতে পেরেছি তিনি যুক্তরাষ্ট্রে আছেন। তিনি আর চাকরি করবেন না। তার বিষয়ে সংশ্লিষ্ট অফিসকে জানানো হয়েছে। তার পদ শূন্য হওয়া অপেক্ষা মাত্র।’

দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রশিদ বলেন, ‘২০২১ সালের ডিসেম্বরে দুইদিনের নৈমিত্তিক ছুটি নিয়ে আর বিদ্যালয়ে আসেননি সহকারী শিক্ষক রোজিনা খাতুন। পরে তার পরিবারের মাধ্যমে জানতে পারি তিনি তার স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন। দীর্ঘদিন তার স্কুলে না আসার বিষয়টি সংশ্লিষ্ট অফিসকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত বিষয়টি সমাধান হবে।’

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক জানান, শিগগির পদ দুটি শূন্য ঘোষণা করা হবে এবং শিক্ষক পদায়নের ব্যবস্থা করা হবে।

রুবেলুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।