রাজবাড়ীতে স্কুলছাত্র হত্যা: একজনের ফাঁসি ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৫ আগস্ট ২০২২

রাজবাড়ীতে স্কুলছাত্র নাহিদ হাসান মিদুল (১৭) হত্যা মামলায় একজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন ও ২ জনকে খালাস দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ দণ্ডাদেশ দেন।

এ সময় মামলার দুই নম্বর আসামি রুবেলকে (২১) মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং মামলার অপর আসামি রাফিজুল মন্ডল (২৬), পিয়ারুল (২১), পিয়াল (২০) ও মো. রায়হানকে (২১) যাবজ্জীবনসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এলেম (২২) ও ফরিদ (২৭) নামের দুই আসামিকে খালাস দেন আদালত।

জানা গেছে, ২০১৪ সালের ১৯ জুন রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাহিদ হাসান মিদুলকে রেল গ্যারেজের ভেতরে ছরিকাঘাত করে হত্যা করা হয়। পরে ওই ঘটনায় ২১ জুন নিহত স্কুলছাত্র মিদুলের বাবা আব্দুল মমিন মোল্লা বাদী হয়ে ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আজ এ দণ্ডাদেশ দেন।

এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট উজরি আলী সন্তোশ প্রকাশ করলেও অসন্তোশ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নেকবর হোসেন মনি। তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।