এক বোয়ালের দাম ২৭ হাজার টাকা
এই বোয়াল মাছটি পদ্মা নদী থেকে ধরা হয়
বিশাল এক বোয়াল মাছ। ওজন ১২ কেজি ৯শ গ্রাম। মাছটি যেমন বড় দামটাও কম নয়। অর্থাৎ ২৭ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি।
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় মাছটি বিক্রি হয়। এর আগে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে পদ্মা নদীর ধোপাগাথিতে এলাকায় মোহম্মদ আলীর জালে ধরা পড়ে মাছটি।
পরে এটি দৌলতদিয়া লঞ্চঘাটে আনা হয়। এসময় ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ ২৭ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন। এতে করে মাছটির কেজি পড়ে দুই হাজার ১০০ টাকা।

মাছ ব্যবসায়ী শাজাহান বলেন, মাছটি সরাসরি জেলের কাছ থেকে কিনে কেজিপ্রতি ৫০ টাকা লাভে গোপালগঞ্জের আরেক ব্যক্তির কাছে বিক্রি করেছি। এখন প্রায় বড় বড় মাছ ধরা পড়েছে জেলেদের জালে।
রুবেলুর রহমান/জেডএইচ/জেআইএম