লক্ষ্মীপুরে যুবলীগের নতুন কমিটির সংবর্ধনা


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

লক্ষ্মীপুর জেলা যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির তিন নেতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে এ সংবর্ধনার আয়োজন করে সদর উপজেলা (পূর্ব-পশ্চিম) ও পৌর যুবলীগ।

এর আগে নেতৃবৃন্দ ঢাকা থেকে রওনা হয়ে জেলার চন্দ্রগঞ্জে পৌঁছালে সেখানে কয়েক হাজার নেতাকর্মী তাদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে সেখান থেকে বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে জেলা স্টেডিয়ামের এসে মিলিত হয়।

সংবর্ধিতরা হলেন, জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, যুগ্ম-আহ্বায়ক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জামাল রিপন ও জেলা যুবলীগের সাবেক সদস্য বায়েজিদ ভূঁইয়া।

সদর (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের বিদায়ী কমিটির আহ্বায়ক সৈয়দ আহম্মদ পাটোয়ারী, সদর (পশ্চিম) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিজান পাটোয়ারী, পৌর যুবলীগের আহ্বায়ক আল আমিন ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হাসান টিপুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

কাজল কায়েস/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।