বরই দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় ৮ বছরের এক শিশুকে বরই দেওয়ার কথা বলে ধর্ষণের ঘটনায় মো. সাগর (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ুইতলী এলাকায় এ ঘটনা ঘটে। বখাটে সাগর একই উপজেলার রিপন মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) মামলার পর ওই যুবককে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সরিষা ফুল দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিশুর বাবা মারা যাওয়ার কারণে তার মা স্থানীয় একটি কটন মিলে শ্রমিকের কাজ করেন। ঘটনার দিন সোমবার শিশুটিকে বাড়িতে রেখে কাজে যান তার মা। দুপুরের দিকে শিশুটি বাড়ির পাশে বরই গাছের নিচে খেলাধুলা করছিল। এসময় সাগর মিয়া রবই দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এদিকে, রাতে তার মা ডিউটি থেকে ফিরলে শিশুটি সব ঘটনা বলে দেয়। পরে ওই শিশুর মা জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাগরকে গ্রেফতার করে।
আরও পড়ুন: শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার
ওসি মো. কামাল হোসেন বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে সঙ্গে সঙ্গেই ওই বখাটেকে গ্রেফতার করা হয়। ওই শিশুর ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/জেএস/এমএস